উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?

 

আপনার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটি সাধারণত নেটওয়ার্ক ড্রাইভার সমস্যা পাওয়ার সেভার মোড, বা ভুল কনফিগারেশনের জন্য হয়ে থাকে। সঠিক সমাধান না জানলে এই সমস্যা বারবার হতে পারে।আমার এই ব্লগ থেকে জানতে পারবেন কিভাবে এটি সমাধান করতে পারেন।

আমি দেখাবো কিভাবে উইন্ডোজ ১০ এর সেটিং সামান্য পরিবর্তন করে আপনি স্বাভাবিকভাবে হটস্পট ব্যবহার করতে পারবেন । আসুন তাহলে জেনে নেই এই সেটিংস গুলো যা করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হটস্পট আর বন্ধ হবে না। আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনার উইন্ডোজ  ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া থেকে রেহাই পাবেন।

পেজ সূচিপত্রঃ

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় বাদাম খাওয়ার উপকারিতা 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়া

উইন্ডোজ ১০ ব্যবহার করার জন্য মোবাইল হটস্পট একটি দরকারি সিস্টেম। যা অন্য ডিভাইসের সঙ্গে ইন্টারনেট শেয়ার করতে সাহায্য করে। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যায়। যা আপনার  ইন্টারনেটের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটাতে পারে, আর এ কারণেই উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট এর প্রতি অতিষ্ঠ হতে পারেন আপনি।

সিস্টেম আপডেটের কারণে সমস্যা

আপনার উইন্ডোজ টেনের মোবাইল হটস্পট বন্ধ হওয়ার আরেকটি কারণ হতে পারে সিস্টেম আপডেট। বর্তমান প্রযুক্তি বিশ্বের সিস্টেম আপডেট একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এরপরও উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যায়, এখানে আপনার ভয় পাওয়ার কিছু নাই সঠিক সমাধান জানলে সবকিছু সহজ হয়ে যায়। যদিও এটি ব্যবহারকারীদের জন্য নানা সমস্যার সৃষ্টি করতে পারে। সফটওয়্যার সিস্টেমের নতুন সংস্করণ ইন্সটল করার নতুন প্রক্রিয়া। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে করা হয়। এরপরও নানা সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু সিস্টেম আপডেট পুরানো হার্ডওয়্যার বা সফটওয়্যার এর সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা ড্রাইভার কাজ বন্ধ করে দিতে পারে। সিস্টেম আপডেটের পর প্রায় নতুন বাঘ বা ত্রুটি দেখা দেয়। এই ত্রুটিগুলি সিস্টেমের পারফর্মেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিস্টেম আপডেট ইনস্টল করার পর অনেক সময় এটি আগের কনফিগারেশনের বা সেটিংস পরিবর্তন করতে পারে। বিশেষ করে যারা কাস্টমার সেটিংস ব্যবহার করেন তারা এটির টেনে আনতে সমস্যায় করতে পারেন। সিস্টেম আপডেট এর ফলে অনেক সময় ছোটখাটো সমস্যা হলেও তার সমাধান করা সম্ভব নিয়মিত আপডেট ও  নেওয়া উচিত।

উইন্ডোজের বাগের কারণে হটস্পট বন্ধ হয়ে যেতে পারে

উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার আরেকটি অন্যতম কারণ হতে পারে উইন্ডোজ বাগ। উইন্ডোজ বাঘ হচ্ছে এমন একটি বিষয় যখন কোন উইন্ডোজ তৈরি করা হয় সেখানে কিছু কমতি থেকে যায়। যেটি সফটওয়্যার ডেভলপার বা উইন্ডোজ মেকাররা ওই সময় খেয়াল করতে পারে না এইসকল বাগ বিভিন্ন ধরনের সমস্যা ঘটাতে পারে। এবং বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটাতে পারে। এর মধ্যে একটি হতে পারে এই হটস্পট বন্ধ হয়ে যাওয়া তাই এই সমস্যা উইন্ডোজ বাগের কারণে সৃষ্টি হতে পারে। উইন্ডোজ বাঘের সমস্যা আসলে ম্যানুয়ালি ঠিক করা সম্ভব নয় এটির জন্য উইন্ডোজের  পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হয়। প্রায় সময় দেখা যায় ডেভলপাররা পরবর্তী কোন আপডেটে এই সমস্যার সমাধান করে দেন। অতএব যতদিন পর্যন্ত না উইন্ডোজের পরবর্তী আপডেট আসছে ততদিন এই সমস্যার সমাধান ম্যানুয়ালি আপনি করতে পারবেন না। সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে এখন বুঝতেই পারছেন পরবর্তী আপডেট ছাড়া আর অপেক্ষা ছাড়া আপনার করার কিছুই নাই তবে কিছু ক্ষেত্রে এই বাঘ এর সমস্যা খুব দ্রুতই সমাধান পাওয়া যায় আবার কিছু ক্ষেত্রে অনেক বেগ পেতে হয় অতএব বুঝতেই পারছেন আপনাকে কি করা উচিত।

আরো পড়ুন ঃগর্ভাবস্থায় কচু শাক খাওয়ার উপকারিতা

নেটওয়ার্ক কানেকশন সমস্যা থাকার কারণে হটস্পট বন্ধ 

মোবাইল হটস্পট বন্ধ হওয়ার আরো একটি বড় কারণ হতে পারে নেটওয়ার্ক কানেকশন এর সমস্যা। আপনার ল্যাপটপে নেটওয়ার্ক কানেকশন যদি ঠিক না থাকে তাহলে মোবাইল হটস্পট সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি যেই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন সেখানকার ইন্টারনেট কানেকশন যদি সঠিকভাবে না থাকে অর্থাৎ সেখানে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে সেখান থেকে তো আর হটস্পট ব্যবহার করা যাবে না অতএব বুঝতেই পারছেন এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে কি নাই। 

সিস্টেম সেটিং এ অপশন চালু থাকা 

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে অনেকে অভিযোগ করেন যে মোবাইল হটস্পট ঠিকমতো কাজ করছে না ।বা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। এর আসল কারণ হলো সিস্টেম আপডেটের অভাব বা বাগ। অনেক সময় উইন্ডোজ পুরানো সংস্করণের কারণে কিছু কারিগরি থেকে সমস্যা হয়ে যায়। যা মোবাইল হটস্পট এর স্বাভাবিক কার্যকারী থাকে ব্যাহত করে বিশেষ করে উইন্ডোজ আপডেট না করলে নেটওয়ার্ক ড্রাইভার প্রয়োজনে ফিচার ঠিকমতো কাজ নাও করতে পারে। মোবাইল হটস্পট চালু করার পর কিছুক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে । এই সমস্যার সমাধানে উইন্ডোজ সিস্টেম চেক করতে হবে এবং সর্বশেষ উইন্ডোজের আপডেট ইনস্টল করতে হবে। নেটওয়ার্ক এডপ্টারে এডাপ্টার এর ড্রাইভার আপডেট করতে হবে যা অনেক ক্ষেত্রে মোবাইল হটস্পট সমস্যার সমাধান করতে পারে। আপডেটেড যদি কোন সমস্যা থেকে থাকে তবে উইন্ডোজ নেটওয়ার্ক ট্রাবল সুটার চালান এবং নেটওয়ার্ক রিসিভ অপশন করতে হবে এসব পদ্ধতি অনুসরণ করে উইন্ডোজ টেন মোবাইল হটস্পট সমস্যা কার্যকর সমাধান সম্ভব হবে এবং ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখা যাবে।

ইন্টারনেট শেয়ারিং সেটিং ফুল কনফিগার করা 

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট শেয়ারিং থাকার পরেও উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে? ইন্টারনেট শেয়ারিং সেটিং ফুল কনফিগার করা একটি সাধারন সমস্যা। যদি এরকম সমস্যা হয় তাহলে কিছু টেকনিক অবলম্বন করলে এর সমাধান করা খুবই সহজ। সাধারণ ভুল কনফিগারেশন এবং কিভাবে সেগুলো সমাধান করা যায় তার একটি তালিকা দেওয়া হল:

  • ভুল কনফিগারেশন এর কারণে নেটওয়ার্ক নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায় । এটি যেটা চুরি বা ম্যালওয়ার সংক্রমণের মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। 
  • ভুল সেটিংস এর কারনে নেটওয়ার্কের ব্যান্ডউইথ গতি কমে যায়। ব্যান্ডউইথ সঠিকভাবে বন্টন না করা হলে ডিভাইসের ইন্টারনেট গতি কমিয়ে দেয় মূলত ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং এর সময় এর সমস্যা সৃষ্টি করে। 
  • ভুল কনফিগারেশনের জন্য নেটওয়ার্কের স্থিতিশীলতার হ্রাস পায়। রাউটারের সেটিং সঠিক না হওয়ায় প্রতিনিয়ত বিচ্ছিন্ন হয়ে যায়। পরের ডিভাইসগুলি নেটওয়ার্ক সংযুক্ত হতে সমস্যা হয়।
  • নিয়মিত ফর্মুলার আপডেট করা হয় এবং নেটওয়ার্ক নিরাপত্তা পরীক্ষা করতে হয় সঠিক কনফিগারেশন নিশ্চিত করলে ইন্টারনেট শেয়ারিং নিরাপদ দ্রুত এবং স্থিতিশীল ও স্বাভাবিক হয়। 

আরো পড়ুন ঃগর্ভাবস্থায় কচু শাক খাওয়ার উপকারিতা

পাওয়ার সেটিং পরিবর্তন করে সমস্যার সমাধান 

আপনি অনেক সময় হয়তো দেখেছেন উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট চালু করলেও কিছুক্ষণ পরপর সেটা বন্ধ হয়ে যায় এই সমস্যার প্রধান কারণ হলো পাওয়ার সেভিং মোড অন রেখে কম্পিউটার যখন দেখবেন কোন কাজ হচ্ছে না ,তখন সে কিছু ডিভাইস বন্ধ করে দেয় শক্তি বাঁচানোর জন্য এর মধ্যে ওয়াইফাই এডাপ্টার পড়ে যায় যার কারণে এই সমস্যাটি বারবার দেখা যায় তাই আমাদের সমস্যা সমাধানে এই সেটিংসটি পরিবর্তন করতে হবে। প্রথমে পাওয়ার সেভিং সেটিং কিভাবে পরিবর্তন করবেন এর জন্য আপনাকে "Control  Panel" গিয়ে "Power Options" খুলুন তারপর যে "Power plan" আছে সেটি নির্বাচন করে "chenge Power setting " এ ক্লিক করুন তারপর "Change Advance Power setting " এ যান সেখানে "Wireless Adapter settings " থেকে "power saving mode"  অপশনটি "Maximum Performance"করে দিন এতে করে আর হটস্পট বন্ধ হবে না।

এইসব সেটিংস পরিবর্তন এর পরে আপনি যখন মোবাইল হটস্পট চালু করবেন তখন সেটা নিজের ইচ্ছা থেকে আর বন্ধ হবে না , আপনার ল্যাপটপ বা কম্পিউটারের অনেকটা সময় ধরে হটস্পট চালু রাখতে পারবেন বিশেষ করে যারা ইন্টারনেট শেয়ার করেন তাদের জন্য এটি খুবই কাজের একটি বিষয়।

পরিশেষে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার সমাধান 

মোবাইল হটস্পট উইন্ডোজ ১০ একটু দরকারি ফিচার কিন্তু তা যদি বার বার বন্ধ হয়ে যায় তাহলে তা হয়ে ওঠে বেশ বিরক্ত কর। এই সমস্যা অনেকগুলো কারণ থাকতে পারে তবে সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে সমাধান খুঁজলে এটি সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব। যেমন নেটওয়ার্ক ড্রাইভার আপডেট পাওয়ার সেটিং পরিবর্তন সার্ভিস রেজিস্টার্ড কমান্ড  ইত্যাদি। আপনাকে মনোযোগ দিয়ে প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে হবে। যদি আপনি মনোযোগ দিয়ে সমাধান গুলো অনুকরণ করেন তাহলে হটস্পট আগের মতই কার্যকর ভাবে কাজ করবে। সবচেয়ে ভালো ফল পেতে হলে আপনার সিস্টেমকে নিয়মিত আপডেট রাখা এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার থেকে মুক্ত রাখা জরুরী। প্রযুক্তির ছোট সমস্যাগুলোর সমাধান জানা থাকলে তা ভবিষ্যতের সময়ও ঝামেলা দুটোই বাঁচাবে আপনি যদি মোবাইল হটস্পট ব্যবহার করে থাকেন তবে এই গাইতে আপনার অবশ্যই কাজে লাগবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url