গর্ভাবস্থায় পানি ভাঙার লক্ষণ

 

গর্ভাবস্থায় পানি ভাঙার লক্ষণ হল একটি তরলের হঠাৎ নিঃসরণ, যা অ্যামনিয়োটিক থলি ফেটে যাওয়ার কারনে হয় এবং এটি সাধারণত প্রসবের ইঙ্গিত দিয়ে থাকে। পানি ভেঙ্গে যাওয়া বা ঝিল্লী ফেটে যাওয়া নামেও পরিচিত। গর্ভাবস্থায় এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা সাধারণত প্রসব শুরু হওয়ার ইঙ্গিত দেয়। এটি এমিউনিটিক থলির ভাঙ্গোন কে বোঝায়।

গর্ভাবস্থায়-পানি -ভাঙার-লক্ষণ

যার মধ্যে সেই তরল থাকে যা শিশুকে ঘিরে রাখে এবং রক্ষা করে। আমরা এই পোস্ট থেকে জানতে পারব পানি ভাঙার লক্ষণ কারণ রোগ নির্ণয় এবং চিকিৎসার বিকল্পগুলি এবং সেই সাথে কখন চিকিৎসার সাহায্য নেওয়া উচিত। গর্ভাবস্থায় অ্যাবিলিটিক হলে ফেটে যাওয়াকে আমরা সাধারণত পানি ভেঙ্গে যাওয়া বলি। এবং এর কারণ অন্যতম কারণ হল প্রসবের স্বাভাবিক অগ্রগতি। এবং পানি ভাঙ্গার প্রধান লক্ষ্য হলো আ্যমনিউটিক তরল নির্গত হওয়া, তবে এর সাথে অন্যান্য লক্ষণ ও উপসর্গও থাকতে পারে। সবচেয়ে স্পষ্ট লক্ষ্য হলো যোনিপথ থেকে তরল পদার্থ নির্গত হওয়া যদিও কিছু মহিলারা ধীরে ধীরে তরল পদার্থ নির্গত হতে পারে।

আরও পড়ুন: গর্ভাবস্থায় জ্বর হলে করণীয়

পেজ সূচিপত্র 

পানি ভাঙা কি 

প্রথমেই আমাদের জানতে হবে পানিভাঙা কি! পানিভাঙ্গা বলতে আমরা বুঝি গর্ব অবস্থায় এমিউটিক থলি ফেটে যাওয়াকে সাধারণত আমরা পানি ভেঙ্গে যাওয়া বলে থাকি। এই পানি ভাঙ্গার ফলে গর্ভাবস্থায় শিশুর চারপাশ থেকে অ্যামিউনিটিক তরল বেরিয়ে যায়। আর সচরাচর আমরা লক্ষ্য করি সাধারণত প্রসব বেদনা শুরু হওয়ার সাথে এটি সম্পর্ক রয়েছে। তবে এটি সংকোচন শুরু হওয়ার আগেও ঘটতে পারে কিছু ক্ষেত্রে অকাল আগেই পানি বেরিয়ে যেতে পারে, যার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। এই পানি ভাঙার মুহূর্তে আপনার যোনী থেকে তরল পদার্থ বেরিয়ে আসতে পারে বা ঝরঝরে পড়তে পারে। 

পানি ভাঙ্গার লক্ষণ 

পানি ভেঙ্গে যাওয়ার প্রধান লক্ষণ হল ইমিউনিটিক তরল নির্গত হওয়া, এর সাথে অন্যান্য লক্ষণও উপসর্গ থাকতে পারে: 

  • প্রসব সংকোচন: পানি বন্ধ হওয়ার পর সাধারণত সংকোচন ঘটে, যা তো সব শুরু হওয়ার ইঙ্গিত দেয় তবে কিছু মহিলারা পানি বন্ধ হওয়ার আগে সংকোচন অনুভব করতে পারে। 
  • চাপের অনুভূতি: শিশুটি জন্মনালীতে যাওয়ার সময় আপনার শ্রাণিঅঞ্চলে চাপ বা অস্বস্তি পেতে পারে।
  • জলীয় স্রাব: যদি আপনার পানি বের হয়ে যায় তাহলে তরলটি স্বচ্ছ বা সামান্য হলুদ হতে পারে। যদি একটি সবুজ বা বাদামি হয় তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে শিশুর গর্ভে মলত্যাগ হয়েছে যার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। 
  • পানি ভাঙলে আপনার যোনি ও আশেপাশের জায়গা ভেজা ভেজা লাগতে পারে। 
  • আপনার অন্তর্বাস এবং পায়জামা বারবার ফিরে যেতে পারে। 
  • অনেক সময় যোনিপথে একসাথে অনেক টুকু পানি বের হয়ে আসতে পারে তবে সাধারণত পানি ভাঙলে লম্বা সময় ধরে অল্প অল্প করে পানি বের হতে থাকে। 
  • এই পানি দেখতে পরিষ্কার অথবা হালকা হলুদ রঙের হতে পারে। 

পানি ভাঙার পর করণীয় 

পানি ভেঙ্গে গেলে আপনি উত্তেজিত অনুভব করাটা স্বাভাবিক। তবে নিজেকে শান্ত রেখে সঠিকভাবে পরবর্তী ধাপগুলো নেওয়ার চেষ্টা করুন। যদি প্রসাব বেদনা সহ পানি ভেঙ্গে থাকে তাহলে আপনার প্রসব প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধারণা করা যেতে পারে। এক্ষেত্রে সর্বপ্রথম আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন অথবা আপনার সন্তান প্রসবের পরিকল্পনা অনুযায়ী হাসপাতাল অথবা ক্লিনিকে যান । 

গর্ভাবস্থায়-পানি -ভাঙার-লক্ষণ

পানি ভাঙার পরও প্রসব ব্যথা না উঠলে করণীয় 

যদি গর্ব অবস্থায় ৩৭ সপ্তাহ অথবা তার পরে আপনার পানি ভাঙ্গে এবং এর সাথে প্রসব বেদনা শুরু না হয় সেক্ষেত্রে আপনি ২৪ ঘন্টা অপেক্ষা করতে পারেন। অপেক্ষা করার সময় কিছু নিয়ম মেনে চলুন 

  • ইনফেকশনের ঝুঁকি কমানোর জন্য আপনার অন্তর্বাস, যোনি ও যোনির আশেপাশের জায়গা পরিষ্কার ও শুকনা রাখুন।
  • প্রয়োজনে প্যাড ব্যবহার করুন। 
  • সহবাস এড়িয়ে চলুন। 
  • টয়লেটে গেলে যোনির অংশটুকু সামনে থেকে পিছনের দিকে ধোঁয়ার ব্যাপারে গুরুত্ব দিন। 

তবে বাসায় অপেক্ষা করার চেয়ে এ সময়ে হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাটাই অনেকে নিরাপদ মনে করেন। ২৪ ঘন্টা অপেক্ষা করার পরও যদি প্রসব বেদনা শুরু না হয় সেক্ষেত্রে কৃত্রিমভাবে প্রসব শুরু করার জন্য ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিতে পারেন যেমন অক্সিটোসিন। কৃত্রিমভাবে প্রসব শুরু করানোর পদ্ধতি কে বলা হয় লেবার ইন্ডাকশন। 

আরও পড়ুন: গর্ভাবস্থায় বাদাম খাওয়ার উপকারিতা 

মন্তব্য 

গর্ভে আপনার সন্তান একটি থলির ভেতরে বেড়ে ওঠে যার নাম "এমনিওটিক স্যাক"। এই থলিটি এক ধরনের পানি দিয়ে পূর্ণ থাকে যাকে বলা হয় "এমনিওটিক ফ্লুইড" এই থুলিতে ভেসে ভেসে আপনার সন্তান গর্ভে বেড়ে ওঠে এবং বাইরের চাপ ও ইনফেকশন থেকে সুরক্ষা পায়। প্রসবের শুরুতে এই থলিটির নিয়ে যে থেকেই ছিড়ে যায় এবং এর ভেতরের পানি সন্তান প্রসব হওয়ার রাস্তা দিয়ে বের হয়ে আসে এই প্রক্রিয়াকেই আমরা পানিভাঙা হিসেবে জানি ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url