বাচ্চাদের রক্ত আমাশয় হলে করণীয়
বাচ্চাদের রক্ত আমাশয় হলে করণীয় কি সেটা আমাদের অবশ্যই জানা উচিত আমার এই পোস্ট থেকে আজকে জানতে পারবেন বাচ্চাদের রক্ত আমাশয় হলে করনীয় কি। পেটে অসুখ শিশুদের সাধারণ রোগ, শিশুদের খাওয়া দাওয়ায় একটু এদিক ওদিক হলেই পেট খারাপ হয়ে থাকে।
আরও পড়ুন ঃ গর্ভাবস্থায় জ্বর হলে করণীয়
পেজ সূচিপত্র ঃ
আমাশয় এর প্রধান প্রধান কারণ গুলো কি কি
বাচ্চাদের আমাশয় এর লক্ষণ
আপনার বাচ্চার আমাশয় হয়েছে এটা কিভাবে বুঝবেন, এটার বেশ কিছু লক্ষণ আছে যেটাতে বুঝতে পারবেন যে বাচ্চার আমাশয় হয়েছে। আমাশয় এর লক্ষণ গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে শিশুর মারাত্মক ডায়রিয়া হবে। পেটে বিশেষ করে নাভির চারপাশে প্রচন্ড ব্যথা হবে এবং অনেক ক্ষেত্রে সংক্রমণ বাড়াবাড়ি হলেও জড়ো হতে পারে। এবং অনেক আওয়াজ হয় এমন সংক্রমনের সৃষ্টি করে সেখান থেকে রক্তপাতও হতে পারে ফলে মলের সংঘ সঙ্গে রক্ত বের হতে থাকে আবশয়ের অন্যতম লক্ষণ হচ্ছে বারবার পেটে ব্যথা হয় এবং বাথরুমে যাওয়ার প্রবণতা বেড়ে যায় তবে পেট কখনো পুরোপুরি পরিষ্কার হয় না। চিকিৎসকদের মতে আমাশয় মূলত দুই রকমের হয় তীব্র আমাশয় এবং দীর্ঘস্থায়ী আমাশয়।
বাচ্চাদের আমাশয় হওয়ার কারণ
- বাচ্চাদের আমাশয় হওয়ার অন্যতম কারণ গুলোর মধ্যে একটি হচ্ছে সংক্রমিত খাবার থেকে হতে পারে এটি।
- সংক্রমিত জল বা অন্যান্য পানীয় থেকে হতে পারে।
- নোংরায় হাত দিয়ে সেই হাত ভালো করে না ধুলে আমাশয় হতে পারে।
- বাচ্চা সাঁতার কাটার সময় পুকুরের বা নদী বা ফুলের সংক্রমিত পানি বাচ্চার পেটে গেলে।
- সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে গেলেও এটি হতে পারে।
- পানি থেকে হতে পারে বা আমাশয় সংক্রমণের পেছনে পানির ভূমিকায় সবচাইতে বেশি।
বাচ্চার আমাশয় হলে করণীয়
প্রথমত বাচ্চার আমাশয় হলে শিশুকে প্রচুর পরিমাণে জল বা তরল খাবার দিন যেমন ওরাল রেহাইড্রেশন সলিউশন বুকের দুধ বা মায়ের ফর্মুলা যা পানি শূন্যতার রোধে সাহায্য করবে। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ প্রেসক্রাইব করতে পারেন যা পরজীবীর বিরুদ্ধে কাজ করবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোন ঔষধ দেবেন না কারণ এতে শিশুর ক্ষতির কারণ হতে পারে।
এবং জরুরি করনীয়
যখন আপনি বুঝতে পারবেন এবং এটা ইনসিওর হবেন যে বাচ্চার রক্ত আমাশয় হয়েছে তখন আপনার যে বিষয়গুলো জরুরিভাবে করণীয় তার মধ্যে অন্যতম হচ্ছে ,
- অবিলম্বে চিকিৎসকের কাছে যান আমাশয় একটি গুরুতর অসুস্থতা হতে পারে তাই দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক।
- প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়ান, শিশুকে বারবার অল্প অল্প করে জল ওর স্যালাইন বুকের দুধ বা ফর্মুলা খাওয়ান এটি পানি শূন্যতা থেকে আপনার বাচ্চাকে রক্ষা করবে।
- সঠিক এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করুন। ডাক্তার আমাশয়ের কারণ নির্ণয় করে সঠিক অ্যান্টিবায়োটিক যেমন মেট্রোনিডাজল বা অন্য কোন ওষুধ দিতে পারেন।
- অন্য কোন ওষুধ দিবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার শিশুকে ভুলেও কোন ধরনের ওষুধ খাওয়াবেন না।
আমাশয় রোগের উপসর্গ কি
আমাশয় উপসর্গগুলি অতিরিক্ত উপসর্গ সহ গুরুতর ডায়রিয়া জড়িত হতে পারে যেমন ডিসেন্ট্রি এবং অবস্থা তীব্রতার উপর নির্ভর করে ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে। আক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রে অবসরের কোন লক্ষণ নাও থাকতে পারে যাই হোক কিছু বাচ্চা হালকা আমাশয় উপসর্গ পেতে পারেন যেমন জ্বর,বমি বমি ভাব,পেটের ব্যাথা হতে পারে এক্ষেত্রে পরজীবী শরীর অন্য অংশে ভ্রমণ করতে পারে এবং ফোড়া হতে পারে।
আমাশয় এর প্রধান প্রধান কারণ গুলো কি কি
আমাশয় রোগের প্রধান কারণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরজীবী এবং ব্যাকটেরিয়া সংক্রমণ। এই প্রাথমিক দিনগুলি প্রকৃতিতে অত্যন্ত সংক্রামক যা আমশয়কে সহজে সংক্রমণযোগ্য রোগে পরিণত করে। আমাশয় একটি ইতিমধ্যে সংক্রমিত ব্যক্তির থেকে মল পদার্থ দ্বারা বা জল দূষণের মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়। এটি বেশিরভাগই ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় না রাখার ফলে বা যখন সঠিক জল সরবরাহের অভাব থাকে তখন এটি হয়ে থাকে। আমাশয়ের কারণ হতে পারে এমন সাধারণ কিছু ব্যাকটেরিয়া হলো
- ই কোলাই
- সি গেলা
- ক্যাম্পিলোবেক্টর
- সালমোনেলা
আরও পড়ুন ঃ মধু ও কালোজিরা একসাথে খাওয়ার উপকারিতা
আমাশয় রোগের চিকিৎসা
আমাশয় এর চিকিৎসার লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব প্যাথেজিং গুলো অপসারণ করা। অ্যামিবা দ্বারা সৃষ্ট হলে সবচেয়ে সাধারণ আমাশয় এর চিকিৎসা হলো ওষুধ প্রয়োগের মাধ্যমে। আমাশয় এর কারণ যদি ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রির ব্যাকটেরিয়া ক্ষেত্রে হয় তবে অবিরাম লক্ষণগুলি এন্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা হয়।
মন্তব্য
আমাশয় একটি সাধারণ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ যা অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, সাধারণত কোলনে । এর ফলে তীব্র ডায়রিয়া হয় প্রায় সময়ই মলে রক্ত দেখা যায়। এই অবস্থাটি বিশেষ করে বর্ষাকাল কারণ এটা দূষিত প্রাণী এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই এই সময়ে আপনি বাচ্চাকে কি খাওয়াবেন এবং কে পান করবেন সে সম্পর্কে অতিরিক্ত সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাশয়কে সংজ্ঞায়িত করা হয়েছে অতিসার বলে দৃশ্যমান রক্তের সাথে অন্তরের প্রদাহ এবং সংক্রমনের লক্ষণ। এবং যখনই আপনি নিশ্চিত হবেন আপনার বাচ্চার আমাশয়ের লক্ষণগুলো দেখে যে তার আমাশয় হয়েছে তখন বিলম্ব না করে দ্রুত আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url